Home BREAKING NEWS পিতৃ সম্পত্তির লোভে ভাইয়ের হাতে আক্রান্ত দিব্যাংগ ভাই

পিতৃ সম্পত্তির লোভে ভাইয়ের হাতে আক্রান্ত দিব্যাংগ ভাই

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

পিতৃ সম্পত্তির দখল নিয়ে বিবাদে জেরে বড় ভাইয়ের হাতে আক্রমণের শিকার দিব্যাঙ্গ ছোট ভাই সহ তার পরিবার। ঘটনা ৫ই সেপ্টেম্বর রাত সাড়ে নটা রাজনগর বিধানসভার উত্তর শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায়। ভাইকে ব্রাত্য রেখে পিতৃ সম্পত্তি জবর দখলের জন্য দফায় দফায় আক্রমণের শিকার দিব্যাঙ্গ ছোট ভাই ও তার পরিবার, বহুবার মামলা হয়েছে রাজনগর এবং শ্রীরামপুর থানায় । এলাকার নেতৃত্বেদেরও বহুবার জানানো হয়েছে। কিন্তু কোন সুবিচার পায়নি এই দিব্যাঙ্গ ভাই জিতেন্দ্র কুমার দাস ও তার পরিবার। গত ৫ই সেপ্টেম্বর জিতেন্দ্র কুমার দাসের বড় ভাই স্বপন চন্দ্র দাস ও তার ছেলে শ্যামল দাস রাত সাড়ে নয়টায় অতর্কিতভাবে হামলা করে বাড়িঘর ভাঙচুর এবং জীতেন্দ্রর স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাছাড়াও ঘর থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং জিতেন্দ্র দাস কে প্রাণে মারার জন্য চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর আহত হয়ে নিহারনগর হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার। তবে জিতেন্দ্রের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক বিলোনিয়া মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। শেষ পর্যন্ত কোথাও সুবিচার না পেয়ে বাধ্য হয়ে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জিতেন্দ্র অভিযোগ করেন বড় ভাই স্বপন দাস ও তার পরিবার পিতৃ সম্পদ দখলের জন্য দফায় দফায় চার থেকে পাঁচ বছর যাবত আক্রমণ করে আসছেন জিতেন্দ্রের পরিবারের উপর। আমাদের প্রতিনিধর মাধ্যমে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে কাতর কণ্ঠে আবেদন করেন এই দিব্যাঙ্গনকে বাঁচার জন্য এবং তার জমিতে ফসল ফলিয়ে দু’মুঠো অন্নের ব্যবস্থা সহ তার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato