Home BREAKING NEWS বিজেপির ঐতিহাসিক জয়কে স্বৈরাচারের দূর্ঘটনা বললেন জিতেন

বিজেপির ঐতিহাসিক জয়কে স্বৈরাচারের দূর্ঘটনা বললেন জিতেন

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে ধনপুর এবং বক্সনগরে জয় লাভ করে বিজেপি। বামেদের অজেয় ঘাটি হিসাবে পরিচিত বক্সনগর এবং ধনপুরের উপ নির্বাচনে বিজেপির এই বিশাল জয় রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরন তৈরী করছে। কিন্তু আবারও ভোটে সন্ত্রাস এবং প্রহসনের অভিযোগ এনে গননা বয়কট করেছিল বিরোধী সিপিএম। সিপিএম সম্পাদকের হুঙ্কার এক মাঘে শীত যায়না, শয়তানের অট্টহাসি বেশীদিন থাকে না। তিনি বলেন এই ফলাফল জনগনের ফলাফল নয়, ইহা স্বৈরাচারের সাময়িক দূর্ঘটনা মাত্র।

কংগ্রেস সভাপতির অভিযোগ যেখানে অবাধ নির্বাচন হয়নি, সেখানে শাসকের প্রহসনাত্মক ভোটে এই ফলাফল আশানুরূপই ছিল। বিজেপি যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষের ভোটাধিকার লুণ্ঠিত হবে।

অন্যদিকে এই দুই কেন্দ্রে উপ নির্বাচনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপুর্ন বলে আখ্যায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাধীনোত্তর ত্রিপুরায় বক্সনগরে এই প্রথম বাম বিরোধী দলের জয় রাজ্যের রাজনীতিতে নয়া ইতিহাস লিখল। বিরোধীদের অভিযোগের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা হিটলারের গুয়েবেলসের রুপ ধারন করেছেন। বিরোধীদের রাজ্যের মানুষ বর্জন করেছে।

শাসক বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগে দুই কেন্দ্রে নির্বাচনের এই ফলাফল আসন্ন লোকসভা নির্বাচনে কি প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয়।

You may also like