বিশালগড়ঃ
সংখ্যালঘুদের নিয়ে শুধু রাজনীতি করেছে সিপিএম। বাম আমলে রাজ্যের সরকারী চাকরীতে সংখ্যালঘুদের ভাগিদারী ছিল ০.৫ শতাংশ , যা বর্তমান বিজেপি সরকার এসে ৭ শতাংশে নিয়ে গেছে। এই দাবি বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের। বিজেপি মানুষের জন্য কাজ করতে চায়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সকল অংশের মানুষের উন্নয়ন চায়। সংখ্যালঘু নিয়ে রাজনৈতিক হামলার প্রতিত্তোরে এভাবেই দলের অবস্থান তুলে ধরলেন প্রদেশ সভাপতি। বক্সনগর থেকে দলের প্রথম সংখ্যালঘু বিধায়ক বিধানসভায় পাঠানোর দাবি রাখলেন তিনি। তার দাবি ধনপুর এবং বক্সনগর উভয় কেন্দ্রেই বিজেপির জয় নিশ্চিত। আর এই দুই কেন্দ্রে জয় অবশ্যই সংখ্যালঘুদের নিয়ে বিজেপির বিরুদ্ধে উঠা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে বলেই দাবি করলেন বিজেপি প্রদেশ সভাপতি।