Home ত্রিপুরা সিপাহীজলায় পর্যটকদের সাথে চিপ্স – ঠান্ডা পানীয় খাচ্ছে বানরেরা

সিপাহীজলায় পর্যটকদের সাথে চিপ্স – ঠান্ডা পানীয় খাচ্ছে বানরেরা

by News On Time Tripura
0 comment

সিপাহীজলাঃ

মানুষের মতই ঠান্ডা পানীয় পান করে তৃষ্ণা মেটাচ্ছে বানরেরা। পর্যটক কেন্দ্রে বানরদের সাথে আনন্দের সময় বিনিময় পর্যটকদের । সিপাহীজলা অভয়ারণ্যের ফুল ফটকের বাইরে প্রতিনিয়তই পর্যটকদের সাথেই সময় কাটায় অভয়ারণ্যের বানরেরা। কখনো পর্যটকদের দেওয়া খাবার এবং পানীয় খেয়ে,  আবার কখনো পর্যটকদের সাথে সেলফি, ফোটো তুলতে পোজ ধরতে দেখা যায় এই বানরদের। কখনো চিপ্সের প্যাকেট আবার কখনো ঠান্ডা পানীয়, সবই একদম মানুষের মতই আমেজ করে খেতে দেখা যায় এই বানরদের। সিপাহীজলা অভয়ারন্যে আসলে আপনার সাথেও সাক্ষাৎ হতে পারে এই বন্ধুদের। অভয়ারণ্যের চিড়িয়াখানার  পশুপাখীদের দেখার ফাঁকে প্রকাশ্যে এই বানরদের সাথে ক্ষনিকের সময় আপনাকেও তৃপ্তির আনন্দ দেবে তা নিশ্চিত। তাই আসুন সিপাহীজলা অভরান্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মুল ফটকের সামনে থাকা এই বানরদের সাথে আনন্দের সময় ভাগ করে নিন।  

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato