ধর্মনগরঃ হাতেনাতে ছাগল চোরকে আটক করে জুতার মালা পরিয়ে পেরেড করাল এলাকাবাসী। রবিবার উত্তর জেলার কামেশ্বর এলাকায় এক গরু চোর আটক হওয়ার পর এবার কুখ্যাত দুই ছাগল চোরকে হাতেনাতে পাকড়াও করলো জনগণ। ঘটনা সোমবার ধর্মনগর থানাধীন রাধাপুর গ্রামে। জানা যায়,রাধাপুর এলাকায় বেশ কিছু দিন ধরে ছাগল চুরির ঘটনা বৃদ্ধি পায়। কিন্তু কোন চোরকে আটক করা যাচ্ছিলো না। অবশেষে এলাকার যুবকরা ছাগল চোর ধরতে মাঠে নামে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হাফলং কার্গিলটিলা এলাকা থেকে টমটমে করে দুই যুবক একটি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের পেছেন ধাওয়া করে রাধাপুর লবণ ফ্যাক্টরি সংলগ্ন স্থানে টমটম সহ দুই চোরকে আটক কারতে সমর্থ হয় । দুই ছাগল চোরের নাম বিধান কর (রাজু) তার স্ত্রী ঊর্মি কর আবার পেশায় ভেকধারী সাংবাদিক এবং অপরজন উৎপল দাস।
উভয়ের বাড়ি ধর্মনগরের আলগাপুর এলাকায়। তাদের কাছ থেকে একটি ছাগল উদ্ধারের পর গণ ধোলাই দেয় আম জনতা। পরে গলায় জুতোর মালা ঝুলিয়ে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।