বক্সনগরঃ
উপনির্বাচনে বক্সনগর বাসির কাছে একটি সুযোগ রয়েছে তফাজ্জল হোসেন কে বিপুল ভোটে জয়ী করে সংখ্যালঘুদের একমাত্র প্রতিনিধি হিসেবে বিধানসভায় পাঠানো। যাতে করে আগামী দিনে সংখ্যালঘুদের উন্নয়নে কোন বাধা না আসে। আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত বাজার সেডে নগর পঞ্চায়েত এলাকার চারটি ওয়ার্ড ৯ ১০ ১২ এবং ১৩ তথা বক্সনগর বিধানসভা এলাকার ৪৫ থেকে ৪৯ নং বুথের সাধারণ মানুষদের সাথে মত বিনিময় সভায় এভাবেই সংখ্যালঘু ভোটারদের কাছে প্রার্থীর হয়ে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
এদিন বক্তব্যে তিনি সদ্য সমাপ্ত হওয়ার ২০২৩ বিধানসভা নির্বাচনে নির্বাচনের উত্তর সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধীদের সমালোচনা করেন। বলেন বিরোধীরা ভেবেছিল একটি উশৃংখল পরিবেশের সৃষ্টি হবে কিন্তু দেশের মধ্যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আগামী দিনে ও সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে ঐক্যবদ্ধভাবে বাস করার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী ত্রিদলীয় জোট বিষয়েও টিপ্পনি করেন। বলেন জোট করা সত্ত্বেও কংগ্রেস নাকি বলছে ওদেরকে ডাকা হচ্ছে না।
এছাড়া ঐদিন মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রার্থী তাফাজ্জল হোসেন, বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। পাশাপাশি এদিনের সভায় নয় পরিবার বিভিন্ন দল ছেড়ে বিজিবিতে সামিল হয়।
এ দিনের সভার শেষে তিনি জান স্থানীয় টাউন মসজিদে, সেখানে মসজিদ কর্তৃপক্ষের পাশাপাশি মাদ্রাসা র শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন সামান্য মত বিনিময় ও করেন।