দিল্লিঃ
মহাকাশে মহিলা রোবট পাঠাবে ভারত। চন্দ্র জয়ের পর আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা। তৃতীয় চন্দ্রযানের সাফল্যে ভর করে নিজেদের পরবর্তী অভিযানগুলি সফল করার লক্ষ্যে নামতে চলেছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই আবহে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানালেন, এ বার মহাকাশে মহিলা রোবট পাঠাতে চলেছে ভারত। তিনি জানান গগনযান মিশনের অঙ্গ হিসাবে ‘ব্যোমমিত্রা’ নামের একটি রোবটকে মহাকাশে পাঠাবে দেশের বিজ্ঞানীরা। তবে কবে রোবটটিকে মহাকাশে পাঠানো হবে, তা নির্দিষ্ট করে না বললেও মন্ত্রী জানিয়েছেন, অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলক ভাবে একটি মহাকাশযানকে পাঠানো হতে পারে। সেটি সাফল্য পেলে মহিলা রোবট পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হবে। মহাকাশে মানুষ পাঠানোর দিকেই হাটছে ভারত। আর তাঁর আগে নভোশ্চারীদের নিরাপত্তার জন্য পরীক্ষামুলকভাবে প্রথমে রোবটকে মহাকাশে পাঠানো হবে।