তামিলনাড়ুঃ
একের পর এক রেল দূর্ঘটনায় কেপে উঠছে দেশ। উড়িষ্যার বালাসোরের পর এবার তামিলনাড়ুর মাদুরাই রেল স্টেশনের সামনেই এক ট্রেনে অগ্নিসংযোগ। আগুনে ঝলসে মৃত্যু ১০ জন যাত্রীর। আহত হয় ২০ জনেরও বেশী। শনিবার সকাল ৫টা ১৫ মিনিট নাগাদ তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের সামনে দাড়িতে থাকা পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি কামরায় হঠাতই আগুন লেগে যায়। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। রেল সূত্রে খবর, তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তরপ্রদেশের লখনৌ থেকে। না জানিয়ে কামরাটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছিলেন তারা । সেখান থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান। ইতিমধ্যে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে রেল দপ্তর।