উদয়পুরঃ
উদয়পুরের ড্রাগস বিক্রেতাদের স্বর্গ জায়গা যেন হয়ে উঠেছে মন্দির নগরী । প্রতিদিন উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় ড্রাগস বিক্রেতা ও নেশা সেবনকারীদের দৌড়াত্ব যেন বেড়ে চলেছে । নেশার আস্ফালন কমাতে এবার ময়দানে নেমেছে রাধা কিশোরপুর থানা পুলিশ । বৃহস্পতিবার রাত দশটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ চারজন নেশা বিক্রেতা ও এজেন্ট কে গ্রেফতার করেছে । তাদের কাছ থেকে পুলিশ ড্রাগসের কোটা উদ্ধার করতে সক্ষম হয় । পুলিশ জানিয়েছে , শুক্রবার দুপুরেই তাদেরকে উদয়পুর কোর্টে সোপর্দ করা হবে । এদিন তাদের কাছ থেকে যে ড্রাগসের কৌটা গুলি উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা । যেভাবে উদয়পুরে ড্রাগস ব্যবসার রমরমা বাণিজ্য জেঁকে বসেছে তাতে করে স্কুল থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত নেশার কবলে ধাবিত হওয়ার ফলে দূষিত হয়ে উঠছে সমাজ । অভিভাবক মহলে তাদের নিজ সন্তানদের সুরক্ষার জন্য উৎকণ্টায় প্রতিদিন দিন কাটাচ্ছে বলে অভিমত শিক্ষিত মহলের ।