উদয়পুরঃ
সামাজিক মাধ্যমে ভালবাসার জালে ফাসিয়ে বিবাহিত মহিলা থেকে যুবতী, প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা সহ স্বর্নালঙ্কার। উদয়পুরের কার্তিক দাস নামে এক লম্পটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এক মহিলার। সামাজিক মাধ্যমে মহিলা এবং মেয়েদের ফাসিয়ে টাকা আদায় করাই কার্তিকের নেশা ও পেশা। আর তার এই জালে অতি সহজেই ধরা পরে উদয়পুরের একাধিক মহিলারা। নিজের স্ত্রী এবং পুত্র সন্তান থাকা স্বত্বেও কয়েক বছর যাবৎ কার্তিক তার এই জালে একাধিক মহিলাদের ফাঁসিয়ে তাদের সংসার ভেঙেছে। উদয়পুর রাজারবাগ এলাকার এক মহিলা জানিয়েছে কার্তিক দাস একই কায়দায় তার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছে । তাছাড়া তার অনেক মুল্যবান কাগজ আটকে রাখে কার্তিক। পরে কার্তিকের জালে পরা একাধিক মহিলারা একত্রিত হয়ে শনিবার রাতেই তার বাড়িতে গিয়ে উঠে। তবে মহিলাদের চিৎকার চেঁচামেচি শুনেও ঘর থেকে বের হয়নি লম্ফট কার্তিক। পরে এলাকার এক শাসকদলীয় নেতা ঘটনার মীমাংসা করার দায়িত্ব নেয়। সামাজিক অবক্ষয় এবং আইনত দন্ডনীয় অপরাধ জনিত ঘটনায় জড়িত এই লম্ফটের মীমাংসা কিভাবে এলাকার মাতব্বররা করবেন তা নিয়ে উদয়পুরে উঠছে প্রশ্ন।