বিলোনিয়াঃ
পথ দুর্ঘটনা গুরুতর আহত তিন। ঘটনা বিবরণে জানাযায় বিলোনিয়া থানার অন্তর্গত জগৎপুর এলাকায় মতাই দিক থেকে বিলোনিয়াতে আসছিল টি আর ০১ বি ৫৬১৪ নাম্বারের একটি টমটম। দ্রুত গতিতে রাস্তায় বাক নিতে গিয়ে টমটমটি রাস্তার পাশে ডেইনে উল্টে যায়। টমটমে থাকা মোট চারজন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন খবর দেন বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে জগতপুর দুর্ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসেন বিলোনিয়া মহকুমা হাসপাতালে। আহতরা হলেন অনুপ দাস বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় বাড়ি, ঝুলন দেবনাথ বাড়ি জোলাইবাড়ি, নিখিল দেবনাথ বাড়ি বরোজকলোনি এলাকায়। এরমধ্যে নিখিল দেবনাথের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিলোনিয়া হাসপাতাল থেকে স্থানান্তরিত করে দেয়া হয় জেলা হাসপাতালে। বাকি আহতরা বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।