বিশ্রামগঞ্জঃ
ব্রাউন সুগার সহ আটক ২ নেশা কারবারী। আটককৃতরা হল অজিস দেববর্মা এবং মিঠুন দেববর্মা। ঘটনা বিশ্রামগঞ্জ সব্জি বাজার এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা তাদের হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ দীর্ঘদিন ধরে নেশার কারবারের সাথে যুক্ত এই দুইজন। এর জেরে বিশ্রামগঞ্জ সহ আসপাশ এলাকার জাতি উপজাতি উভয় অংশের যুবকরা নেশার কড়াল গ্রাসের কবলে পরে সর্বস্বান্ত হচ্ছে। এলাকায় বেড়ে চলেছে চুরি ছিনতাই এর ঘটনা। নেশার রমরমা কমাতে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের হস্তক্ষেপের দাবী করেছে স্থানীয়রা।