বিলোনিয়াঃ আগুনে পুড়ে ছাই একটি বসত বাড়ি। খবর পেয়ে বিলোনিয়া দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘর গুলো। ঘরের কোন জিনিস রক্ষা পায়নি এই আগুনের হাত থেকে। সর্বশান্ত গোটা পরিবার। কি ভাবে এই আগুনের সূত্রপাত জানা না গেলেও তবে এলাকাবাসীদের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে । অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বিলোনিয়া সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অনাথ বন্ধু দাসের বাড়িতে। অনাথ বন্ধু দাস পেশায় একজন শ্রমিক। বর্তমানে কাজ হাতে নেই। জানা যায়, গত কিছু দিন হলো অনাথ বন্ধু দাস সহ তার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
বাড়িতে ছেলের বউ ছাড়া কেউ ছিল না। হঠাৎ অনাথ বন্ধুর বাড়ি থেকে চিৎকার শুনা যায় আগুন, আগুন। কিন্তু পাড়া প্রতিবেশিরা ছুটে যাওয়ার আগেই ততক্ষণে আগুনের লেলিহান শিখা একবারে চরম পর্যায়ে। ঘর থেকে একটি জিনিষও বের করা যায় নি বলে জানান এলাকাবাসীরা । পাশাপাশি এলাকাবাসীরা এই পরিবারের দিকে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই দাবিও রাখে সংবাদমাধ্যমের সামনে।