Home Uncategorized কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি, বীজ ও চারা তুলে দিলেন কৃষিমন্ত্রী

কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি, বীজ ও চারা তুলে দিলেন কৃষিমন্ত্রী

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি মন্ত্রীর উপস্থিতিতে কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বীজ ও চারা বিতরণ করা হল উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেকরায় কমিউনিটি হলে। বিকাল সাড়ে চারটায় প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মলিনা দেবনাথ, রাজ্য কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, অল ত্রিপুরা ফারমার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, কদমতলা, কালাছড়া ও যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, টিংকু শর্মা ও শ্রীপদ দাস, জেলা এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজল দাস, জেলা ফারমার্স ক্লাবের সভাপতি সভাপতি বীরেন্দ্র নাথ প্রমুখ। এদিন বিকালে কৃষি মন্ত্রী প্রত্যেকরায় কমিউনিটি হলের সামনে আসতেই মন্ত্রীকে ঘিরে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় অসংখ্য নারী পুরুষ উষ্ণ অভ্রথনা জানান কৃষি মন্ত্রীকে। মন্ত্রীর উপস্থিতে কমিউনিটি হলের পাশে কৃষি জমিতে শ্রী পদ্ধতিতে চাষ শুরু হয়। এরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই স্বাগত ভাষণ রাখেন রাজ্য কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। তিনি বলেন দেশের কৃষকদের আয় দিগুণ করতে সারা দেশে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী দিনে যার সুফল পাবে কৃষকরা। কৃষি মন্ত্রী রতন লাল নাথ । এদিন এই অনুষ্ঠানে জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষক বিশ্বজিৎ দাসকে মঞ্চে সম্বর্ধনা দেন কৃষি মন্ত্রী। এছাড়াও বীজ ও গাছের চারা বিতরণ করার পাশাপাশি ছয়টি পাওয়ার ট্রেলার, পাঁচটি পেডি রিপার, চারটি পেডি ট্রেসার, তিনটি পাম্প সেট, নয়টি এল ভি স্প্রেয়ার, নয়টি ম্যানুয়াল স্প্রেয়ার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি মন্ত্রী রতন লাল নাথ সহ উপস্থিত অতিথিদের উপস্থিতিতে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato