লন্ডনঃ
করোনা অতিমারি প্রায় শেষ বললেই চলে। বিশ্বজুড়ে যখন করোনা অতীত, ঠিক সেই মুহুর্তে লন্ডনে দেখা দিল করোনার নতুন ভ্যারিয়েন্টের। ইংল্যান্ডে হঠাৎ করেই বাড়ছে করোনার সংক্রমন। ধরা পরেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইজি ৫.১ অথবা ইরিস। একের পর এক আক্রান্তের শরীরে ধরা পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত মে মাসেই ইরিস রূপ চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েক দিনে ধরে ইংল্যান্ডে করোনার এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি দশজনে একজনের শরীরে ধরা পড়ছে ইরিস। বিশেষত বয়স্করাই করোনার এই নয়া রূপে আক্রান্ত হচ্ছেন বেশী । ওমিক্রনের মতই দ্রুত ছড়াচ্ছে করোনার এই নতুন রূপ। বিশেষজ্ঞরা জোড় দিচ্ছেন বুষ্টার ডোজে। তবে ইরিস আক্রান্তদের উপসর্গে নতুন কিছু নেই । এই রূপ কতটা মারাত্মক, তা এখনও গবেষণা সাপেক্ষ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।