Home BREAKING NEWS Manipur Violance Update : আবার অশান্ত মনিপুর, মৃত্যু ৩ মেইতেইর, গ্রাম জ্বলল কুকিদের

Manipur Violance Update : আবার অশান্ত মনিপুর, মৃত্যু ৩ মেইতেইর, গ্রাম জ্বলল কুকিদের

by News On Time Tripura
0 comment

মনিপুরঃ

সংসদ ভবনে মনিপুর নিয়ে আলোচনা শুরু না হলেও এখনো ঠান্ডা হয়নি মনিপুর। তিন মাস যাবৎ এই হিংসায় খানিকটা শিথিলতা সলেও এখনো পুরপুরি শান্ত হয়নি মনিপুর। শুক্রবার আবারো অশান্তি ও আতঙ্ক ছড়িয়ে পরে। আবারো হিংসাত্মক সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা। শুক্রবার রাতে মনিপুরের বিষ্ণুপুর জেলার মেইতেই সম্প্রদায় অধ্যুষিত কাওয়াকটা এলাকায় সশস্ত্র কুকিদের হামলায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর । পাল্টা হামলায় ওই এলাকায় কুকিদের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মনিপুরের সমতলে বসবাসকারী হিন্দু মেইতেই এবং চারিদিকের পাহাড়ে বসবাসকারী কুকিদের মধ্যে এই হিংসা নতুন নয়। রাজ্যে নিজেদের আধিপত্য এবং ক্ষমতা কায়েম করতে এই দুই সম্প্রদায়ের মধ্যেই বহুকাল যাবৎ সংঘর্ষ চলছে। মেইতেইরা সাধারনত হিন্দু সম্প্রদায়ভুক্ত।কুকিদের মধ্যে অবশ্য হিন্দু, খ্রীষ্টান এবং অন্যান্য সম্প্রদায়ভুক্তরা রয়েছে। কুকিরা জনজাতি গোষ্ঠী হলেও মেইতেই সম্প্রদায় ওবিসি এবং এসসি কেটাগরিতে পরে। আরক্ষনের এই বিষয় নিয়েও মতানৈক্য রয়েছে এই রাজ্যে। তবে বিগত তিনমাসে এই রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যা আগে দেখা যায়নি। আর পরিস্থিত সামাল দিতে স্থানীয় পুলিশ সহ সরকার পুরদমে ব্যর্থ হয়েছে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato