আগরতলাঃ
আজাদিকা অমৃত মহোৎসবের পর এবার মোদী সরকারের নতুন কর্মসূচি মেরি “মাটি, মেরা দেশ”। দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের নতুন এই কর্মসূচীতে আগামী ৯ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে পালিত হবে এইবারের স্বাধীনতা দিবস। এর সাথে গত বছরের মত ১৩ থে ১৫ আগষ্ট পর্যন্ত পালিত হবে হর ঘর তিরংগা কর্মসূচী। “মেরি মাটি , মেরা দেশ” এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রাজ্যের ১১৭৬টি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং ১৯টি নগর পালিকায় দেশের জন্য প্রান বলিদান করা স্বাধীনতা সংগ্রামী, প্রতিরক্ষা, আধা সামরিক বাহীনি এবং পুলিশ কর্মীদের স্মৃতিতে ‘শিলাফলকম’ উৎস্বর্গ করা হবে। তারই সাথে প্রতিটি গ্রাম থেকে এক মুঠো মাটি সংগ্রহ করা হবে। গ্রাম ও ভেলেজ কমিটি থেকে সেই মাটি ব্লকস্তরে এবং পরা রাজধানীতে একত্রিত করা হবে। সেই মাটি পৌছবে দেশের রাজধানী নয়া দিল্লীর কর্তব্যপথে। সেখানে সেই সমগ্র দেশ থেকে সংগৃহীত মাটি নিয়ে স্মৃতিসৌধ ও অমৃতবাটিকা গড়ে তোলা হবে। প্রতিটি গ্রামে মাটির প্রদীপ এবং ৭৫ টি করে গাছ রোপন করা হবে। শহীদদের পরিবারকে সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সেলফি তুলে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে পারবে। এ বছর স্বাধীনতা দিবসে কেন্দ্র সরকারের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারির জানিয়েছেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী।