বিলোনিয়াঃ
ভেহিক্যাল চেকিং এ পুলিশের সিগ্ন্যাল আমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায় এক গাড়ি। পরে সেই গাড়ির পিছে ধাওয়া করে উদ্ধার হয় ২৩৫ বোতল ফেন্সিড্রিল। রবিবার বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসির নেতৃত্বে মতাই এলাকায় ভেহিকেল চ্যাকিঙ্গের সময় TR08 D 0487 নম্বরের একটি আল্টো গাড়িকে হাত দেখালে গাড়িটি না থেমে উল্টো দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে গাড়িটির পিছে ধাওয়া করে গাড়িটির ভিতির থেকে তিন কার্টুন অবৈধ কফসিরাপ উদ্ধার করে পুলিশ। যদিও গাড়ি চালককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কফসিরাপগুলির আনুমানিক বাজারমুল্য দেড় লক্ষ টাকা। পুলিশ এনডিপিএস এক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে । বিলোনিয়া থানাতে মামলার নম্বর ৫১/২৩ ।