বিশালগড়ঃ
সরকারি হাসপাতাল মানেই পরিষেবা অগোছালো,দুর্গন্ধময় পরিবেশ । তবে সরকারি হাসপাতাল সম্পর্কে সাধারণ এই ধারণাকে পরিবর্তন করতে সক্ষম হচ্ছে বিশালগড় হাসপাতাল। হাসপাতালে রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হয় তার গুণগতমান পরীক্ষা করার জন্য বুধবার হঠাৎই হাসপাতালের রান্নাঘরে ঢুকে পড়লেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বুধবার বিশালগড় মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশগ্রহণ করেন বিধায়ক । সাথে ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ এবং বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস। রোগী কল্যাণ সমিতির সভার শেষে বিধায়ক হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত হওয়া খাবারের গুণগতমান এবং রান্নাঘরের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তারই সাথে হাসপাতালের বিভিন্ন শৌচালয়গুলির পরিচ্ছন্নতার যাচাই করেন। বিশালগড় মহকুমা হাসপাতালের সামগ্রিক পরিবেশ এবং পরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিধায়ক সুশান্ত দেব। এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস।