Home BREAKING NEWS ক্রিকেটে আগ্নেয়াস্ত্রের আস্ফালন । কলঙ্কিত রাজ্য ক্রিকেট ।

ক্রিকেটে আগ্নেয়াস্ত্রের আস্ফালন । কলঙ্কিত রাজ্য ক্রিকেট ।

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

ক্রিকেটে আগ্নেয়াস্ত্রের আস্ফালন। কলঙ্কিত রাজ্য ক্রিকেট। ত্রিপুরার রাজ্য ক্রিকেট সংস্থার দখলদারি নিয়ে গোষ্ঠীকোন্দল তুঙ্গে পৌঁছল শনিবার। পরিস্থিতি এমনই যে, যেখানে আগ্নেয়াস্ত্র পর্যন্ত বেরিয়ে পড়ল। যা নিয়ে তীব্র অস্বস্তিতে ত্রিপুরা সরকার তথা শাসকদল বিজেপি। অভিযোগ, শনিবার ত্রিপুরা ক্রিকেট সংস্থার দফতরে একদল ছেলে ঢুকে পড়ে ভিতর থেকে দরজা আটকে দেন। তাঁদের দাবি কী ? জানা গিয়েছে, সহ-সভাপতি তিমির চন্দ এবং সম্পাদক তাপস ঘোষকে তাঁরা ঢুকতে দেবেন না। এই নিয়েই শুরু হয় গন্ডগোল। একটি ভিডিয়োতে দেখা যায়, সেই সময়ে কালো-সাদা ডোরাকাটা শার্ট পরা এক তরুণ কোমরে আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছেন। যে দৃশ্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। কারণ, এমন ঘটনা ত্রিপুরা ক্রিকেটে কখনও ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। ক্রিকেটের সঙ্গে রাজনীতির সম্পর্ক যত দিন যাচ্ছে, তত বাড়ছে। কিন্তু একটি রাজ্য ক্রিকেট সংস্থার দখল নিয়ে যে পিস্তল বেরোবে, তা ভাবা যায়নি।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিজেপির গোষ্ঠীকোন্দলই প্রতিফলিত হয়েছে ক্রিকেট সংস্থার দখল করার চেষ্টায়। যেখানে রাজ্য বিজেপির সমীকরণ স্পষ্ট দেখা যাচ্ছে।
বিজেপির একটি সূত্রে দাবি, সরকারের শীর্ষমহল এই ঘটনা সম্পর্কে অবহিত। অভিযোগ, তাপস ও তিমিরকে সরাতে মরিয়া সরকারেরই একটি অংশ। আবার অন্য একটি সূত্রের দাবি, এমবিবি মাঠে বাতিস্তম্ভ লাগানোর কাজে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত।
তবে ক্রিকেট এসোশিয়েশনের এই গোষ্ঠী কোন্দল ও রাজনীতির জেরে রাজ্যের ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা নেমে আসে।

You may also like