Home BREAKING NEWS রেলের নিচে পরে ক্ষতবিক্ষত দেহ, মৃত্যু এক অজ্ঞাতের

রেলের নিচে পরে ক্ষতবিক্ষত দেহ, মৃত্যু এক অজ্ঞাতের

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

রেলে কাঁটা পরে আরও এক মৃত্যু রাজ্যে। এবার রেলে লাইনে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগর রেল ট্রেকের উপর। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় থানায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানা, বিশালগড় রেল স্টেশনে কর্মরত জিআরপি পুলিশ এবং আরপিএফ-এর কর্মীরা। জিআরপি বিশালগড় রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত অধিকারিক  জানিয়েছেন, সন্ধ্যা ৫ টা নাগাদ আগরতলা থেকে সাব্রুম গামী ডেমো ট্রেনের নিচে পড়েই মৃত্যু হয়েছে এই ব্যক্তির। মৃতদেহটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃতদেহটি পুরুষ নাকি মহিলার তাও নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে । উল্লেখ্য, বিশালগড় থানা এলাকার হরিশ নগর চা বাগান সংলগ্ন এলাকায় কিছুদিন পূর্বেও স্থানীয় এক ব্যাক্তির রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।

You may also like