Home BREAKING NEWS ধর্মীয় কাজ সেড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বৈষ্ণব বৃদ্ধার

ধর্মীয় কাজ সেড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বৈষ্ণব বৃদ্ধার

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

তেলিয়ামুড়ার ভগ্নপ্রায় ট্রাফিক ব্যাবস্থার কঙ্কালসার চেহারা ক্রমশই প্রকাশ্য। ট্রাফিক সংক্রান্ত অব্যাবস্থার কারণে প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তেলিয়ামুড়ার নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়ার শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত অম্পি চৌমুহনীতে ঘটে যাওয়া রোমহর্ষক পথ দুর্ঘটনায় ৫০ ঊর্ধ বৈষ্ণব ধর্মাবলম্বী এক মহিলার মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ট্রাফিক ব্যাবস্থা নিয়ে।

       বৃহস্পতিবারের এই ঘটনা নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট মহিলা তথা  উমা রানী দেবনাথ গোস্বামী কল্যাণপুরের কোন একটা ধর্মীয় কাজে অংশ নিয়ে নিজেদের বাড়ি অর্থাৎ জিরানিয়া থানাধীন মোহনপুরে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা থেকে নেমে অম্পি চৌমুহনীতে আগরতলার গাড়িতে উঠার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময়ে   TR 01Z 1672 নাম্বারের একটি তেলবাহী ট্যাঙ্কার উনাকে সজোড়ে ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়েন উমা রানী দেবনাথ গোস্বামী। ঘটনায় মুহুর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় সংশ্লিষ্ট মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক  উমারানি দেবনাথ গোস্বামী’কে মৃত বলে ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

        এর পাশাপাশি সাধারণ মানুষ একপ্রকার ক্ষোভের সাথে বলছেন দীর্ঘ প্রায় এক বছর যাবত অম্পি চৌমুহনীর মত ব্যাস্ততম এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যাবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে, এই বিষয়ে ট্রাফিক দপ্তরকে বলা হলে তারা বলে দেন বিষয়টা পুর পরিষদের নিয়ন্ত্রণাধীন, অন্যদিকে পুরপরিষদের কাছে গেলে তারা সপাট বলে দেন ট্রাফিক সংক্রান্ত বিষয়টা দেখার দায়িত্ব রয়েছে ট্রাফিক দপ্তর। অর্থাৎ এই ঠেলাঠেলির জেরে আজ শেষ পর্যন্ত প্রাণই চলে গেল এক বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলার। এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করতেই হয়, তেলিয়ামুড়াতে ট্রাফিকের ডি.এস.পি হিসেবে বিক্রমজিৎ শুক্ল দাসের স্থলাভিষিক্ত যেদিন থেকে সুতপা দেব হয়েছেন সেদিন থেকেই ট্রাফিক ব্যাবস্থা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। আর তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের কর্মীরা হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে গরুর গাড়ি সহ বিভিন্নভাবে তুল্লা আদায়ের কাছে এতটাই ব্যাস্ত হয়ে পড়ে রয়েছেন যে ট্রাফিক ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে সেদিকে হুঁশ নেই ট্রাফিক বাবুদের।

সে যাই হোক সবাই চাইছেন অনতিবিলম্বে তেলিয়ামুড়া ট্রাফিক কর্তাদের শীতঘুম ভাঙ্গুক, যাত্রী সাধারণ সহ যান চালকদের নিরাপত্তার স্বার্থে গোটা তেলিয়ামুড়া জুড়ে কার্যকরী পদক্ষেপের দাবি উঠছে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato