Home BREAKING NEWS গলায় ফাঁস, গায়ে রক্তের ছাপ – যুবকের রহস্য মৃত্যু তেলিয়ামুড়ায়

গলায় ফাঁস, গায়ে রক্তের ছাপ – যুবকের রহস্য মৃত্যু তেলিয়ামুড়ায়

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়া:
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় বৃহস্পতিবার সকাল নাগাদ।
খবরে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকার নন্দলাল নমঃ দাস ওরফে মন্টু নামের এক যুবক কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ির সকলের নজর এড়িয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়। এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজনদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকাবাসীরা। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ।
তবে আশ্চর্যজনক ভাবে ওই যুবকের মৃতদেহটি এলাকাবাসী সহ পরিবারের লোকজন মিলে ঝুলন্ত অবস্থা থেকে দড়ি কেটে নামিয়ে নিয়ে আসে পুলিশ আসার আগেই। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় মৃতদেহ। পরবর্তীতে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
এদিকে নন্দলাল ওরফে মন্টুর এভাবে আচমকাই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ সন্ধানে তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিকে মৃত যুবকের সারা শরীরে রক্তের ছাপ থাকায় এই মৃত্যুর নিয়ে প্রকৃত পক্ষেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

You may also like