Home BREAKING NEWS বৃষ্টির সূযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরি

বৃষ্টির সূযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরি

by News On Time Tripura
0 comment

খোয়াই:

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে গেল চোরের দল, ঘটনা খোয়াই থানাধীন মধ্যগণকী গাওসভার মহাদেবটিলা এলাকার খেয়া অঙ্গনওয়ারী কেন্দ্রে । বিবরণে জানা যায় গতকাল রাতে ভারী বর্ষার সময় মহাদেবটিলাস্থিত খেয়া অঙ্গনওয়ারী কেন্দ্রে হানা দেয় চোরের দল এবং অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্না ঘরের তালা ভেঙে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং চুলার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় । পরবর্তী সময় বৃহস্পতিবার সকালে এলার স্থানীয় এক যুবক অঙ্গনওয়ারী কেন্দ্রের পাশে থাকা একটি নলকূপে মুখ ধুতে গিয়ে দেখতে পায় অঙ্গনওয়ারী কেন্দ্রের গেট এবং রান্না ঘরের তালা ভাঙ্গা, সাথে ওই যুবক কেন্দ্রের কর্তব্যরত শিক্ষিকাকে ফোন করে জানালে,অঙ্গনওয়ারী কেন্দ্রে ছুটে আসে কর্তব্যরত শিক্ষিকা এবং স্থানীয় নেতৃত্ব রতনপালকে জানালে রতন পাল সাথে খবর পাঠায় খোয়াই থানায়,খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বলে জানা যায় । তবে এলাকাবাসীর অভিযোগ এলকারই কিছু নেশাগ্রস্ত যুবক এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ । কেননা নেশাগ্রস্ত এই যুবকরা নেশা সামগ্রী ক্রয় করার জন্য এর আগেও এই ধরনের ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ । এলাকাবাসীর অভিমত পুলিশের সঠিক তদন্তে অবশ্যই বেরিয়ে আসতে পারে ঘটনার মূল অভিযুক্ত। এখন দেখার মামলা হাতে নিয়ে চুরি যাওয়া সিলিন্ডার এবং ঘটনার অভিযুক্তকে উদ্ধার করতে পারে কিনা ।

You may also like