তেলিয়ামুড়াঃ
ভেহিকেল চেকিং-এর সময় দূরপাল্লার কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণে শুকনো গাজা উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালক’কে। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি স্থিত নাকা পয়েন্টে মঙ্গলবার।
প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে অবৈধ শুকনো গাজা পাচার হচ্ছে বহিরাজ্যে। অনেক সময় পাচারকৃত গাঁজা গুলি পুলিশের জালে, আবার কখনো পুলিশকে ফাঁকি দিয়ে অনায়াসে পাচার হচ্ছে কোটি কোটি টাকার শুকনো গাজা। ফের রাজ্য থেকে বহির রাজ্যের উদ্দেশ্যে পাচারকালে পুলিশের হাতে লক্ষ লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার। জানা গেছে,,,, UP Z1 CN 1241 নম্বরের একটি কন্টেনার গাড়ি উদয়পুর থেকে টায়ারের ভেতরে করে গাঁজা ভর্তি করে বহি রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে সময় তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং করছিল তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই গাড়িটিকে পুলিশ দাঁড় করিয়ে কাগজপত্র এবং গাড়িতে তল্লাশি চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। উদ্ধারকৃত গাজা গুলির বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালক যথাক্রমে মুহাম্মদ সামী ও মোহাম্মদ রোয়াজ’কে। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজাগুলি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।।