বক্সনগরঃ
সৌদি আরবে কাজ করতে ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে বক্সনগর এলাকার আব্দুল মালেকের ছেলে ছায়েদ হোসেন নামে এক ব্যক্তির।তার বয়স আনুমানিক ৪৫ বছর।গত সাত বছর আগে সংসারের অভাব অনটন দূর করার জন্য সৌদি আরবে কাজ করতে যান তিনি। জানাজায় মৃত ব্যক্তি সৌদি আরবের কোন একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন।ঘটনার বিবরনে জানা যায় গত দেড় মাস আগে অর্থাৎ মে মাসের ১১ তারিখ সকাল ১০:৩০ মিনিটে হঠাৎ করে তিনি নিজের রুমের মধ্যেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন।মৃত্যুর কয়েক ঘন্টা পর তার রুমে থাকা অন্যান্য লোকজন তার মৃত্যুর খবর বাড়িতে জানায়।পরবর্তী সময়ে তার বড় ভাই জালাল হোসেন এলাকার স্থানীয় বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন কে বিষয়টি জানালে তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে দেড় মাস পর রবিবার রাত্র আনুমানিক নয় ঘটিকার সময় তার কফিনবন্দি মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে তার মৃতদহ নিয়ে আসতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।রাতেই খবর পেয়ে স্থানীয় নেতা তফাজ্জল হোসেনসহ এলাকার লোকজন তার বাড়িতে ছুটে যায়।রাত্র আনুমানিক ১০ ঘটিকার সময় স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ কবরস্থ করা হয়।তার মৃত্যুকালে এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।গত দুই বছর আগে তার স্ত্রীও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়।বর্তমানে তার পরিবারটি অসায়।স্থানীয় প্রার্থী তোফাজ্জল হোসেন জানান পঞ্চায়েত ও সরকারের পক্ষ থেকে তার পরিবারকে যতটুকু সহযোগিতা করা যায় তা তিনি করবেন।তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।