বিশালগড়ঃ
খোয়াইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছিল তিন শিশুর। মৃত তিন শিশুর মধ্যে ৭ বছরের সপ্তদ্বীপের বাড়ি বিশালগড়ের মধ্যলক্ষীবিল গ্রামে। পিতা বাপী নম রাবার শ্রমিক, মা সুষমা দাস গৃহিণী। গত ২১শে মে’র সেই মর্মান্তিক ঘটনায় এই অসহায় পরিবারের একমাত্র সন্তান সপ্তদ্বীপ প্রান হারায়। বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেনীতে ভর্তি হয় সপ্তদ্বীপ। আর স্কুলে ভর্তি হবার পর দিনই খোয়াইয়ের চরগনকি এলাকায় মামার বাড়িতে বেড়াতে যায়। আর সেখানেই ২১শে মে’র সেই হৃদয় বিদারক ঘটনায় আকালে প্রান হারায় অবুঝ এই শিশুটি। রবিবার শোকস্তব্ধ পরিবারটির সাথে সাক্ষাৎ করতে আসেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চার লক্ষ টাকার আর্থিক সাহায্যরাশি তুলে দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব জানান খোয়াইয়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। মূলত পরিবারটির সাথে শোক বিনিময় করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন। অকালে সন্তানকে হারিয়ে এখনো শোকের আবহ থেকে মুক্ত হতে পারেনি পরিবারটি। তবে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন তাদের সাময়িক মানসিক সান্ত্বনা প্রদান করেছে।