উদয়পুরঃ
নিজের দেশকে জানা, দেশের কৃষ্টি সংস্কৃতিকে জানার তাগিদে দুই বছর যাবৎ দেশের বিভিন্ন রাজ্যে বাই সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। দেশের মধ্যপ্রদেশ থেকে তার যাত্রা শুরু করে প্রায় ১৬টি রাজ্য ভ্রমন সেড়েছে মেহুল ভারত নামে এই যুবক। ২০২১ সালের জুন মাসের ২১ তারিখ তার যাত্রা শুরু। আর সেই যাত্রা শুরু করে অনেকটা পথ পেড়িয়ে মেহুল এখন উত্তর পুর্বাঞ্চলের পার্বতী রাজ্য ত্রিপুরায়। রাজ্যের মন্দির নগরি উদয়পুরে তার সাথে কথা হয় আমাদের প্রতিনিধির। মেহুল জানায় বিভিন্নতায় ঘেরা আমাদের দেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি তাকে বরাবরই আকর্ষন করে। আর নিজের দেশকে আরও কাছ থেকে জানতে সে বেড়িয়ে পরে তার বাই সাইকেল নিয়ে সমগ্র দেশ ভ্রমনে।