সূর্যমনিনগরঃ
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল প্রভাত রঞ্জন সরকার তথা আনন্দমুর্তিজির দর্শনের উপর লেখা বইয়ের একটি আলাদা সংগ্রহালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ পারসাইন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দীপক শর্মা, আনন্দমার্গ প্রচারক সংঘের আচার্য দিব্যচেতনানন্দ অবধুতের উপস্থিতিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আনন্দমুর্তিজির লেখা পুস্তকের সমন্বয়ে নতুন এই লাইব্রেরীর উদ্বোধন হয় ।
বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য্য আমন্দমুর্তিজির দর্শন চিন্তার প্রশংসা করেন এবং এই সংগ্রহালয়ের সমৃদ্ধিতে আরও পুস্তকের দাবি রাখেন। ২২শে জুন দর্শন বিভাগের প্রেক্ষাগৃহে দর্শন ও সংস্কৃত বিভাগের সহযোগিতায় ব্রহ্ম ও সৃষ্টির ধারণায় আনন্দমূর্তিজির অবদানের উপর একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়। ধর্মগুরু হওয়ার পাশাপাশি প্রভাত রঞ্জন সরকার মানব জীবন এবং আর্থসামাজিক বিষয়ের উপর সমৃদ্ধ দর্শন রেখে গেছেন। ভারতবর্ষ সহ বিশ্বের অনেক দেশেই তাঁর দর্শন নিয়ে গবেষনা চলছে।
আর এই ক্ষেত্রে আনন্দমুর্তিজির দর্শন নিয়ে ছাত্রছত্রীদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। আগামী দিনে দেশের আর্থসামাজিক পরিমন্ডলে এবং তারই সাথে আধ্যাত্মিকতার দর্শনেও আনন্দমুর্তিজীর প্রভাব অনেক বেশী প্রাসঙ্গিকতা পাবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।