Home BREAKING NEWS ৯ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক ভিন ধর্মী যুবক, গণধোলাই !

৯ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক ভিন ধর্মী যুবক, গণধোলাই !

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

নির্যাতন এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সর্বত্র । কোথাও শ্লীলতাহানি, আবার কোথাও শিশুদের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া । এই ধরনের ঘটনা সমাজের বুকে প্রায়শই ঘটে চলেছে । কিন্তু এবার উদয়পুরের বুকে হয়েছে এই ধরনের ঘটনা শুক্রবার বিকেলে । বাড়ির অভিভাবকদের অলক্ষে নয় বছর বয়সি এক শিশুর কন্যার সাথে খারাপ কাজে লিপ্ত হয় জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক । নয় বছর বয়সি শিশুটি গোটা ঘটনা তার বাড়ির অভিভাবকদের জানালে পরবর্তী সময়ে গ্রামবাসীরা এই ঘটনা জানতে পেরে জাহাঙ্গীরকে উত্তম মাধ্যম দিয়ে রাধা কিশোরপুর মহিলা থানায় খবর দেওয়া হলে পুলিশ পরবর্তী সময় তাকে আটক করে উদয়পুর মহিলা থানায় নিয়ে আসে । গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে উদয়পুর জুড়ে ।

You may also like