Home খেলাধুলা ধর্মনগরে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস

ধর্মনগরে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

উত্তর জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ধর্মনগর পুর পরিষদ ও নেহেরু যুব কেন্দ্রের যৌথ সহযোগিতায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নবম জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হলো বুধবার।এই অনুষ্ঠানে যোগদান করেন পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর,বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সহ ছাত্র-ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, জীবনে স্বাস্থ্যই মূল সম্পদ,বাকি সব হচ্ছে অস্থায়ী।তাই পরিমিত আহার,কথাবার্তা সীমিত এবং যোগা নিয়মিত তবেই স্বাস্থ্য সঠিক রাখা সম্ভব।যোগাতে যারা অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণের মাধ্যমে নবম আন্তর্জাতিক যোগ দিবসকে সার্থকতা দিয়েছে তাদেরকে অভিনন্দন জানান। অতিথিরা আরো বলেন,শুধুমাত্র একদিন ঘটা করে যোগ ব্যায়াম করলেই হবে না, নিয়মিতভাবে করলে তবে ই সুস্বাস্থ্যের অধিকারি হওয়া যায় এবং বিভিন্ন কাজে পারদর্শিতা দেখানো সম্ভব হয়। এদিকে জেলাভিত্তিক যোগ দিবস ছাড়াও পতঞ্জলির উদ্যোগে এদিন ধর্মনগরের রাজবাড়ীতে নবম যোগ দিবস পালিত হয়। এই যোগ দিবসে উপস্থিত ছিলেন যোগ গুরু সুজিত দাস,পতঞ্জলি সংগঠনের পক্ষে সভাপতি উমাপদ দাস এবং সম্পাদক সমীর রায় । এই অনুষ্ঠানে বাগবাসার আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা, এলআইসির কর্মীবৃন্দ এবং আরপিএফ এর কর্মীরা সদিচ্ছায় যোগদান করেন এবং অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato