Home ত্রিপুরা জোলাইবাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ইন্টারভিউ

জোলাইবাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ইন্টারভিউ

by News On Time Tripura
0 comment

জোলাইবাড়ীঃ

বেকারের সংখ্যা কমাতে ও শিশুদের সঠিভাবে শিক্ষাপ্রদানে বিশেষ উদ্দ্যোগ গ্রহনকরেছে রাজ্যসরকার। যে সকল অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কর্মীসল্পতা রয়েছে তা ইন্টারভিউর মাধ্যমে চলছে নিয়োগ পক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ২৬ টি পোষ্টে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ করাহবে। যারমধ্যে ১৩ টি অঙ্গনওয়ারী কেন্দ্রের ওয়ারকার ও ১৩ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের হেল্পার নিয়োগ করাহবে। যারমধ্যে ১৬৩ জনের আবেদন পত্র জমাহয়েছে। সোমবার সকালথেকে শুন্যপদ পুরনের লক্ষ্যে চলছে ইন্টারভিউর পক্রিয়া। বর্ষার মধ্যেও সকলে ব্যাপক উৎসাহের সহিত ইন্টারভিউ পক্রিয়ায় অংশগ্রহন করে। আজকের এই ইন্টারভিউ পক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য।

You may also like