তেলিয়ামুড়াঃ
রাজ্যের অন্যান্য অংশের ন্যায় মংগলবার দিনে রথযাত্রা অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়াতে ভক্তদের উপস্থিতিতে। মংগলবার বিকাল তিনটা নাগাদ শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে ভ্ক্তরা রথের দড়িতে টান দেবে ঈশ্বর জগন্নাথ কে নিয়ে। এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমের প্রধান গোঁসাই রামানন্দ গোস্বামী জানান, এই আশ্রমের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রথযাত্রা । এ বছর মহা সারম্বরতার সাথে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান হবে। তিনি এটাও জানালেন জগন্নাথ দেব ৯ দিন শিব বাড়িতে নিয়ে রাখা হবে সেখানে জগন্নাথ দেবের পূজা অর্চনা হবে। ফের ৯ দিন পর জগন্নাথ দেব উল্টো রথে করে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে নিয়ে আসা হবে।