আগরতলাঃ
নেতাদের প্রতিশ্রুতি সে কলাপাতা তা সমস্যায় পড়লেই স্পষ্ট হয়ে পরে। বর্ষায় জলের সমস্যার সমাধানে রাম-বাম প্রত্যেকেই নিজেদের মত করে ঢাক-ঢোল পিটিয়েছে। তবে আদৌ কি সমস্যার সমাধান সম্ভব হয়েছে। এক ঘন্টার বর্ষনেই জলমগ্ন তিলোত্তমা রাজধানী। কথায় এবং প্রতিশুতিতে হলেও বাস্তবে আর স্মার্ট হতে পারলনা আগরতলা। এমনটা নয় শুধুমাত্র মুল শহরে, রাজধানীর প্রানকেন্দ্রের বাইরেও একই অবস্থা। আগরতলা পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকায় বৃষ্টির জল ঢুকে পরে সাধারনে ঘরে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ছেলেমেয়েদের পড়াশুনার বইপত্র সবকিছু শেষ। এলাকায় নেতাদের দুর্নীতি এবং খামখেয়ালিপনার কারনে আজ ভোগান্তির স্বীকার সাধারণ জনগন। শুনুন সমস্যায় নাজেহাল সাধারনের অভিযোগ