খোয়াইঃ
হাসপাতালে জীবন বিপন্ন করে কাজ করছেন সাফাই কর্মীরা, তবে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। এবার মজুরী বৃদ্ধির জন্য বসলেন আন্দোলনে। মজুরি বৃদ্ধি ও সঠিক সময়ে বেতনের দাবিতে সাফাই কর্মীরা সাফাই কাজ বন্ধ করে খোয়াই জেলা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে। খোয়াই জেলা হাসপাতালের ২০ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছে। এই বিক্ষোভের ফলে জেলা হাসপাতালের পরিষেবার উপর প্রভাব পড়েছে। শনিবার সকাল থেকে খোয়াই জেলা হাসপাতালের সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি, সঠিক সময়ে বেতনের দাবি এবং সব রকমের সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবিতে খোয়াই জেলা হাসপাতালের ভেতর বিক্ষোভ প্রদর্শন করতে থাকে । অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ বকেয়া বেতনই তারা ঠিক ভাবে সময়মতো পাচ্ছেন না এবং তাদের কাসিক মজুরী মাত্র সাড়ে চার হাজার টাকা। সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এত কম বেতনে আর তারা টানতে পারছেন না। তাদের দাবি পুরন না হলে এবং বেতন বৃদ্ধি না করা হলে অনির্দিষ্টকালের জন্য তারা কাজ বন্ধ করবেন।