গন্ডাছড়াঃ
নিম্নমানের কাজের কারনে ভেঙে পড়ছে হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট। কোভিডের সময় রাজ্যের প্রায় প্রতিটি মহকুমা ও জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য দপ্তর। রাজ্যের পিছিয়ে পরা মহকুমার মধ্যে অন্যতম গন্ডাছড়ায় এই অক্সিজেন প্ল্যান্ট পৌঁছতে বছর দুয়েক লাগলেও নির্মান কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে উদ্বোধনের আগেই ভেঙে পড়ছে অক্সিজেন প্ল্যান্ট। অতি নিম্নমানের কাজের জন্য এবং নির্মান কাজে দুর্নীতির কারনেই উদ্বোধনের পুর্বেই অতি অত্যাবশ্যক একটি প্রকল্পের এই অবস্থা। আর এতে গন্ডাছড়া মহকুমাবাসীদের মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে।