Home ত্রিপুরা গবাদি পশু পালন ও বাজারজাতকরণ সম্পর্কিত পর্যালোচনা সভা বিশালগড়ে

গবাদি পশু পালন ও বাজারজাতকরণ সম্পর্কিত পর্যালোচনা সভা বিশালগড়ে

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

গবাদি পশুর অবৈধ পাচার নতুন নয় এই রাজ্যে। প্রতিনিয়ত গবাদি পশুর পাচার চলছে সীমান্তের ওপারে।আর এই তালিকায় বিশালগড়ের নাম উল্লেখযোগ্য।  এবার গবাদি পশু পালন এবং বাজারজাত করন নিয়ে সংশ্লিষ্ট আইন প্রনয়নে কঠোর হচ্ছে বিশালগড় মহকুমা প্রশাসন।  শুক্রবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিশালগড় পৌর পরিষদের অন্তর্গত গবাদি পশু বাজার এবং পালনের নানা বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গবাদিপশু মার্কেটিং কমিটির পক্ষ থেকে বাজারে গবাদি পশুর পরিচর্যা সহ নানা আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা এবং পর্যবেক্ষন করা হয়।  আলোচনা সভায় বিশালগড় মহকুমা শাসক তথা ক্যাটেল মার্কেটিং মেম্বার সেক্রেটারি বিনয় ভূষণ দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় বাজার কমিটির সম্পাদক বাবুল সাহা, বিশালগড় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কল্যাণ রায়, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, সহ অন্যান্যরা। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধের আইন ১৯৬০ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। ত্রিপুরা প্রাণী কল্যাণে উপদেষ্টা পর্ষদ প্রথম গঠিত হয় ১৯৯৫ সালে । বর্তমানে ত্রিপুরা রাজ্যের প্রাণী কল্যাণ পরিষদ নামে ১০ই ডিসেম্বর ২০১৮ সালে  পূনর্গঠন হয়। আলোচনা করতে গিয়ে ক্যাটল মার্কেটিং সোসাইটির মেম্বার সেক্রেটারি বিনয় ভূষণ  দাস বলেন মূলত এদিনের সভায় বিশালগড়ের ক্যাটল মার্কেটের পক্ষে আইনের বিভিন্ন বিষয়গুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।  গবাদি পশু পালন এবং বাজারজাতকরণ আইন মেনেই কাজ করতে হবে। আইন ভঙ্গ করলে‌ কমপক্ষে দশ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গরু বোঝাই গাড়িগুলিতে কিভাবে গরুগুলিকে পরিবহন করা হবে , গাড়িতে কিকি ব্যবস্থা রাখতে হবে, আগামী দিনে এইসকল বিষয়গুলি গুরুত্ব দিইয়ে দেখা হবে বলে জানান মহকুমা শাসক।  

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato