
ধর্মনগরঃ
প্রথম বারের মতো বৃহস্পতিবার উত্তর জেলা সফরে ধর্মনগর স্হীত জেলা শাসকের কনফারেন্স হলে তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং -এ সামিল হলেন প্রাণী সম্পদ উন্নয়ন, তফসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।এদিন দুপুর সাড়ে বারোটায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নাগেশ কুমার বি, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ তিন দপ্তরের রাজ্য স্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা। মূলত আগামী দিনে কি কি কাজ করতে হবে সে সকল বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং যে সকল কাজ বর্তমানে চলছে তা সঠিকভাবে সম্পূর্ণ করতে নির্দেশ দেন। রিভিউ মিটিং শেষে ধর্মনগর মহকুমা অন্তর্গত গঙ্গানগর মৎস্য দপ্তরের হ্যাচারি পরিদর্শন করতে যাবেন বলে খবর পাওয়া যায়।