Home BREAKING NEWS চে গুয়েভারার ৯৫তম জন্ম দিবস উদযাপন

চে গুয়েভারার ৯৫তম জন্ম দিবস উদযাপন

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার ৯৫ তম জন্ম দিবস পালন করে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন। তিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন। কিউবায় আন্দোলন সংগঠিত করেছিলেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদী বাহিনীর গুলিতে বলিবিয়ায় নিহত হন। আজকের এই দিনটিতে যথাযোগ্য মর্যাদায় তার জন্মদিন পালন করলেন বাম ছাত্র সংগঠনগুলি । উপস্থিত ছিলেন নবারুণ দেব সহ অন্যান্যরা নেতা কর্মীরা।

You may also like