কৈলাশহরঃ
বিগত ৭ দিন ধরে ঊনকোটি জেলার সাধারণ মানুষেরা জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিসেবা প্রদান থেকে বঞ্চিত। এরফলে জেলা হাসপাতালে আসা রোগীদের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা যায়। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ড: সমরেন্দ্র দেববর্মার মাতৃ বিয়োগের ফলে ছুটিতে থাকায় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ। তবে এব্যাপারে সিটি স্ক্যানের সাথে জড়িত এক কর্মী সুব্রত শীলকে জিজ্ঞেস করলে সুব্রত বাবু জানান যে, চলতি মাসের আট জুন বৃহস্পতিবার রাত থেকে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে যায়। এরফলে আট জুন বৃহস্পতিবার রাত থেকে সিটি স্ক্যান পরিসেবা প্রদান করা হচ্ছে না। মেশিন নষ্ট হবার সাথে সাথেই জেলা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে নেওয়া হয়েছে বলেও সুব্রত বাবু জানান। উনি এও জানান যে, সিটি স্ক্যান মেশিনের যে পার্টসটি নষ্ট হয়েছে সেটি ক্রয় করতে কুড়ি লক্ষ টাকার প্রয়োজন