ধর্মনগর:
চোরের লাগাম টানতে ব্যার্থ পুলিশ। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে প্রতিদিন ধর্মনগর শহর এলাকায় চোরের হাত সাফাই।স্হানীয়দের বক্তব্য, নেশাখোর যুবকদের হাত করে বাইরে থেকে চোরের দল এসে চুরিকান্ড সংঘটিত করে গা ঢাকা দিচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দেয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা গুরুদাস রায় দুই তিন দিন পূর্বে পরিবারের সকলকে নিয়ে গৌহাটি বেড়াতে যান। কিন্তু শনিবার সকালে গুরুদাসের বসত ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে স্হানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পায় ঘরের সকল আসবাবপত্র এলোমেলো। তাছাড়া ঘরের আলমারি ভেঙে মূল্যবান সা-সামগ্রী নিয়ে গেছে চোরের দল।তবে বাড়ি মালিক বহিঃ রাজ্যে থাকায় ঘর থেকে কি কি চুরি গেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।স্হানীয় এক যুবক জানিয়েছেন, কিছুদিন পূর্বেও অনুরুপ বাড়ি মালিকের অনুপস্থিতিতে সর্বস্ব নিয়ে গিয়েছিল চোরের দল। শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।স্হানীয়দের ধারনা উঠতি বয়সী নেশাখোর যুবকদের হাত করে বাইরে থেকে চোরের দল ধর্মনগর শহরে এসে চুরিকান্ড সংঘটিত করে অনায়াসেই গা ঢাকা দিচ্ছে।পুলিশ যদিও একটি চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে,কিন্তু স্হানীয় জনগণ পুলিশের ভূমিকায় বিন্দুমাত্র ভরসা পাচ্ছেন না।