উদয়পুরঃ শান্তনুর স্বর্ন পদকে গর্বিত রাজ্য। বঙ্গীয় পরিষদ আয়োজিত গোটা জাতীয় গিটার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে আবারো রাজ্যের মুখ উজ্জ্বল করল উদয়পুরের কৃতি সন্তান শান্তনু দাস। গিটারের সাথে যোগাতেও দক্ষ শান্তনু। এর আগে যোগাতেও জাতীয়স্তরে পুরস্কার পেয়েছে শান্তনু। এবার বঙ্গীয় সঙ্গীত পরিষদের জাতীয়স্তরের গিটার প্রতিযোগিতায় স্বর্নপদক পেয়ে আবারো অনন্য কৃতিত্ব অর্জন করল সে । গত ৪ঠা জুলাই আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় বঙ্গীয় সঙ্গিত পরিষদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে শান্তনুর হাতে তুলে দেয় তার পুরস্কার। শান্তনুর কৃতিত্বে গর্বিত উদয়পুর বাসী।