
তেলিয়ামুড়াঃ
তেলিয়ামুড়া শহরে পাগলা গরুর উন্মুক্ত তান্ডব! গরুর আক্রমণে গুরুতর আহত এক মহিলা। মানুষজনদের মধ্যে আতঙ্কের পরিবেশ। ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া শহরে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে আচমকায় গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে একটি গরু আচমকাই উন্মুক্ত তান্ডব চালাতে শুরু করে এবং রাস্তাঘাটে থাকা মানুষজনদেরকে তারা করতে শুরু করে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গরুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শহর এলাকার মানুষজনদের মধ্যে শুরু হয় দৌড়ঝাপ। এই পরিস্থিতি চলাকালীন সময় আচমকাই ওই গরুটি এক বৃদ্ধ পথচারী মহিলার উপর আক্রমণ চালায় শান্তিনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায়। গরুর আক্রমণে গুরুতর আহত হয় গীতা রানী দেবনাথ নামের(৭০) ওই বৃদ্ধ মহিলা। গরুটি আক্রমণে সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতরা আহত ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে উনার প্রাথমিক চিকিৎসার পর, তৎক্ষণাৎ উনাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলা জিবি হাসপাতালের রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, শহর এলাকার মানুষজন সম্মিলিতভাবে ওই গরুটিকে তাড়া করে শহর এলাকা থেকে কিছুটা দূরে পাঠিয়ে দেয়। কিন্তু এতে করেও স্বস্তির ভাব ফিরে আসেনি মানুষজনদের মধ্যে।