বিশালগড়ঃ তুমুল বজ্রপাতে নিহত একজন এবং আহত ছয় জনকে বিশালগড় সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে বিশালগড় মহকুমা হাপাতালে। নিহতের নাম বদল দে (৬০)।
গুরতর আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য হাপনিয়া এবং জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। জাঙ্গালিয়া এলাকার গর্ভবতী বাসন্তী সাহা (২১), পূর্ব লক্ষ্মীবিল এলাকার পবিত্র দাস (৬৫), নোয়া পাড়া এলাকার জেবিন চৌধুরী (৪২), অরবিন্দ নগরের কুলসুম বিবি (২৮), উত্তর ব্রজপুর এলাকার সুমিত্রা সরকার ভৌমিক (৩৬) কে রেফার করা হয়েছে রাজধানীতে। এবং চাম্পামুড়া এলাকার চন্দন দেবনাথকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বিশালগড় মহকুমা হাসপাতালে আহত রোগীদের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিধায়ক সুশান্ত দেব, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।