উদয়পুরঃ
আবারো ধর্ষনের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত। আবার হিন্দু মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক মুসলমান যুবক। ঘটনাস্থল আবারও উদয়পুর।
সংবাদে জানাযায় উদয়পুর রমেশ চৌমুনিতে একটি জিম ট্রেনার হিসাবে কর্মরত শামীম মিঞা দীর্ঘদিন ধরে এলাকারই এক হিন্দু মেয়ের সাথে প্রনয়ের সম্পর্ক গড়ে তুলে। মেয়েটি সাবালিকা এবং তার সাথে একাধিকবার প্রতারনার ফাঁদ পেতে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে সেই যুবক। গত শনিবার ধর্ষিতা মেয়েটি জানতে পারে যে যুবকটি আগে থেকেই বিবাহিত এবং একটি সন্তানও রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং আসল সত্য গোপন করে তাকে একাধিকবার ধর্ষন করেছে বলে মেয়েটির অভিযোগ। সেই অভিযোগমুলে উদয়পুরের আরকে পুর থানায় মামলা নথিভুক্ত করে প্রতারিত মেয়েটি। মামলা পেয়ে সোমবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আরকে পুর থানার পুলিশ।