কৈলাশহরঃ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী টিংকু রায় সাথে ছিলেন ঊনকোটি জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা ঊনকোটি জেলার চিফ মেডিকেল অফিসার JB দারুলং, সহ অন্যান্য আধিকারিকও বিশিষ্ট সমাজসেবীগণ আজ সকাল 11 টার সময় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের সমস্ত পরিকাটামো ও রান্নাঘর থেকে শুরু করে সমস্ত ওয়ার্ড ক্ষতিয়ে দেখেন মন্ত্রী টিঙ্কু রায় পাশাপাশি জেলা হাসপাতালের যে সমস্ত অসুবিধা রয়েছে সেগুলি ও ক্ষতিয়ে দেখেন পাশাপাশি রোগীদের সাথেও দেখা করেন এবং কিছুদিন আগে অসুস্থ হয়ে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিএসএফ জাওয়ান এর সাথে দেখা করেন মন্ত্রী টিঙ্কু রায়।