চড়িলামঃ মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে ৩০ শে মে থেকে ৩০ জুন পর্যন্ত একমাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চড়িলাম মন্ডলে আমতলী, আড়ালিয়া, দক্ষিণ চড়িলাম এই সমস্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সকাল থেকে মহাজন সম্পর্ক অভিযান করেন, এই মহাজন সম্পর্ক অভিযানে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সহ-সভাপতি অমল দেবনাথ, জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা, জেলা কমিটির সম্পাদক তাপস দাস, চরিলাম মন্ডল অফিস সম্পাদক অনুপ দেবনাথ। মহাজনসম্পর্ক অভিযান শেষে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের প্রান্তিক ভবনে নতুন ভোটারদের নিয়ে আলাপচারিতায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নতুন ভোটারদেরকে ফুল দিয়ে বরণ করেন তিনি। চড়ীলাম লীলাদেব স্মৃতি হলে মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে অঙ্গনারী, আশা , স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকে অঙ্গনওয়াড়ি আশা এবং স্ব সহায়ক দলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন ধর্মীয় সংখ্যালঘু মায়েরা আপনারা সঙ্গবদ্ধ হয়ে হাঁস মোরগ গরু এবং ছাগল পালন করুন, জনজাতি মায়েরা, শুকর মাছ পালন শুরু করুন অর্থাৎ ইন্টিগ্রেটেড ফার্মিং শুরু করুন, তাতে একদিকে যেমন আপনারা স্বনির্ভর হবেন অন্যদিকে ত্রিপুরা রাজ্য দুধ এবং মাংসে স্বয়ংসম্পূর্ণ হবে। আপনাদের এই কাজের জন্য যতরকম সাহায্য লাগে তা সরকার করবে।