বিলোনিয়াঃ নতুন কুড়ি নৃত্যাঙ্গনের উদ্যোগে তথ্য দপ্তরের সহযোগিতায় বিলোনিয়া প্রেসক্লাবে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির শুরু হয়। শুক্রবার দুপুর একটা নাগাদ বিলোনীয়া প্রেস ক্লাবের কনফারেন্স হলে তিনদিন ব্যাপী ভারত নাট্যমের উপর প্রশিক্ষণ শিবিরের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্টানের সূচনা করেন বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরপরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী, তথ্য দপ্তরের আধিকারিক রাজেশ দেবনাথ,বিলোনীয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, রিডবানের প্রিন্সিপাল রাকেশ দেব। নতুন কুড়ি নৃত্যাঙ্গনের প্রশিক্ষক দেবজিৎ দেবনাথ স্বাগত ভাষন রাখেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন ভারতবর্ষে নৃত্যসংস্কৃতির মধ্যে ভারতনাট্যম অন্যতম অঙ্গ বা অংশ, এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান, সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনে সমাজকে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ভারতনাট্যম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করবে।আগামী দিনের যারা ভবিষ্যৎ কচিকাঁচারা পড়াশোনার পাশাপাশি সুন্দর সাংস্কৃতিক মন নিয়ে নিজেকে গড়ে তুলতে পারে সুস্হ সমাজ গঠনে ব্রতী হতে পারে। এদিনের প্রশিক্ষন শিবিরে অভিবাবক সহ প্রশিক্ষন নিতে আসা কঁচিকাঁচাদের উপস্হিতিতে এক প্রানবন্ত রুপ নেয়।