Home BREAKING NEWS প্রধানমন্ত্রীর ৯ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৯ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রীত্বের ৯ বছর সম্পুর্ন করছেন। আর এই ৯ বছরে দেশের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান বিস্তৃত ভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার রাজধানীর এক বেসরকারি হোটেলে ভারতীয় জনতা পার্টি কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় আমন্ত্রন জানান হয় রাজ্যের সাংবাদিকদের। উপস্থিত সাংবাদিকদের সম্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বিস্তারিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের কার্যকালের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন। দেশ স্বাধীনতার পর দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের উন্নয়নের গতির মধ্যে পার্থক্যও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের সাথে ত্রিপুরা কিভাবে উপকৃত হয়েছে সেই বিষয়েও তথ্যভিত্তিক আলোচনা রাখেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য দুই দুটি পুরস্কারে সম্মানিত হয়েছে। সাড়ে তিন কোটি ঘরের সাথে রাজ্যে ২.০১ লক্ষ গ্রামের নিবাসীরা পাকা ঘরের মালিক হয়েছেন। তার পাশাপাশি ৪৮ হাজার ঘরের কাজ এখনো চলছে। পরবর্তী ১ লক্ষ নতুন ঘরের অনুমোদনও শীঘ্রই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া আর্বানে ৮৭ হাজার ঘর নির্মান হয়ে গেছে এবং ৫৩ হাজার ঘরের কাজ চলছে।

তাছাড়াও করোনা কালে দেশের ৮০ কোটি মানুষকে অন্নের ব্যবস্থা করা, কঠিন সময়ে করোনার টিকার ব্যবস্থা করা, দেশে রেকর্ড গতিতে জাতীয় সড়ক তৈরী করা, কৃষকদের উন্নয়নে বিভিন প্রকল্প গ্রহন করা এবং সর্বপরি দেশের মান সমগ্র বিশ্বে উঁচু করার কাজ করেছেন প্রধানমন্ত্রী বলে তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যের বিষয়ে বিপুল উন্নয়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে AIMS-র আদলে একটি হাসপাতাল গড়ে তোলার জন্য কথাবার্তা চলছে বলে জানিয়েছেন। তাছাড়া রাজ্যে “হিরা” মডেলে  দুর্বার গতিতে কাজ চলছে বলে তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে একদিকে যেমন বিরোধীরা এখনো প্রস্তুতই হয়নি অন্যদিকে বিজেপি প্রধানমন্ত্রীর ৯ বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নেমে পরেছে। এর এই যাত্রায় আবারো লোকসভা নির্বাচনের প্রচারে কয়েক পদক্ষেপ এগিয়ে গেল বিজেপি।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato