তেলিয়ামুড়াঃ
জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই! ঘটনা, তেলিয়ামুড়া থানাধিন খামতিং বাড়ি এলাকায় শনিবার বিকেল নাগাদ। প্রাথমিক চিকিৎসার পর আহতদের রেফার করা হয় জিবি হাসপাতালে।
সংবাদে প্রকাশ, আসাম আগরতলা জাতীয় সড়কের খামতিং বাড়ি এলাকায় তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাওয়া WB29B 3268 নম্বরের একটি ১০ চাকার লরির সঙ্গে TR01AP 1950 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে পা ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় দুটি গাড়িতে থাকা দুই ব্যাক্তি। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে কন্টেইনার গাড়িটির চালক বরুণ সরকার মাথায় এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় লরিটির সহ চালক ফিরোজ রিয়াং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। দুজনের অবস্থাই গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালের রেফার করে দেয়।
এই দুর্ঘটনা ঘটার পরই,,, WB29B 3268 নম্বরের ১০ চাকার লরিটির চালক দুর্ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এদিকে তেলিয়ামুড়া থানা এলাকায় প্রায় প্রতিদিন একের পর এক লাগামহীন যান দুর্ঘটনায় তেলিয়ামুড়ার ট্রাফিক ব্যবস্থা নিয়ে রীতিমত নানা’হো প্রশ্নের জন্ম নিচ্ছে জনমনে।।